Highlights

আমাদের ওয়েব পোর্টালে আপনাকে স্বাগত জানাই....   আপনাদের সহযোগিতা আমাদের এগিয়ে চলার প্রেরণা জোগাবে    আপনি যদি আমাদের ওয়েবসাইটের হয়ে তথ্য ও সংবাদ সংগ্রহে আগ্রহী হন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ... কল করুন- 97330 96459 এই নম্বরে অথবা মেইল করুন contact@northbengalinfo.in এই আইডি তে।

Advertisement Advertisement
North Bengal Info

ডুয়ার্সের সব থেকে বড় শীতলা পুজোকে ঘিরে দারুন উন্মাদনা বানারহাটে

03.04.2019

নিজস্ব সংবাদদাতা, এনবিআই, 2 এপ্রিল -  প্রতি বছরের ন্যায় এবছরও বানারহাট আদর্শপল্লী শীতলামন্দিরে মহা ধুমধামের সাথে শুরু হল শীতলা পুজো। ডুয়ার্সের সব থেকে বড় শীতলা পুজো হিসেবে বানারহাট শীতলাপুজোর খ্যাতি দীর্ঘদিন ধরেই রয়েছে ডুয়ার্স ছাড়িয়ে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায়। এবছরও আলোকমালায় সেজে উঠেছে মন্দির প্রাঙ্গণ।

এবছরের পুজো কমিটির সভাপতি তাপস পাল, সম্পাদক নিতাই দাস, কোষাধ্যক্ষ সুদর্শন দাস, সহ সভাপতি নারায়ণ দত্ত প্রমুখ জানান, এবছর এই পুজো 64 তম বর্ষে পদার্পন করল।  প্রতিবছর চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার এই পুজো অনুষ্ঠিত হয়। গত বছর শীতলা মন্দিরে মা শীতলার স্থায়ী নব বিগ্রহ স্থাপিত হয়েছিল। এবছর মন্দির প্রাঙ্গণে আরও দুটি মন্দির স্থাপন করা হয়েছে। একটি রাধাগোবিন্দ মন্দির ও অপরটি শিব মন্দির। আগামী সাত দিন ব্যাপী ধুমধামের সাথে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পুজো ও লীলা কীর্তন চলবে। মহাপ্রভুর ভোগ সহকারে 8 এপ্রিল পুজো শেষ হবে।

Local News

See All