Highlights

আমাদের ওয়েব পোর্টালে আপনাকে স্বাগত জানাই....   আপনাদের সহযোগিতা আমাদের এগিয়ে চলার প্রেরণা জোগাবে    আপনি যদি আমাদের ওয়েবসাইটের হয়ে তথ্য ও সংবাদ সংগ্রহে আগ্রহী হন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ... কল করুন- 97330 96459 এই নম্বরে অথবা মেইল করুন contact@northbengalinfo.in এই আইডি তে।

Advertisement Advertisement
North Bengal Info

সাত সকালে তুফানগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত ১ , উত্তেজিত জনতা ভাঙচুর করল ঘাতক ট্রাক

24.02.2019

নিজস্ব সংবাদদাতা ঃ তুফানগঞ্জ ঃ ২৪শে ফেব্রুয়ারি ঃ সাত সকালেই পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যাক্তির। রবিবার সকাল সোয়া নয়টা নাগাদ তুফানগঞ্জ মদন মোহন মন্দির সংলগ্ন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।দুর্ঘটনায়  মৃত ব্যাক্তির নাম বাবলু মন্দল(৫০) তিনি তুফানগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের  বাসিন্দা বলে জানা গেছে । স্থানীয় সুত্রে খবর  এদিন তিনি তুফানগঞ্জ রানীরহাট বাজার থেকে বাজার করে সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন ।সেই সময় তিনি হটাৎ সাইকেল থেকে পড়ে গিয়ে ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এর পর স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে । এর পরই উত্তেজিত জনতা ঘাতক গাড়ীটি ভাঙচুর করে । পড়ে তুফানগঞ্জ  থানার পুলিশ ঘটনাস্থলে এসে গাড়িটি থানায়  নিয়ে যায়।

Local News

See All